নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মতিউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাইয়ের শিশু নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে।২৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, এক শিশুর হাত ধরে আছেন সদর থানার ওসি মতিউর রহমান। শিশুটির গায়ে থাকা টি-শার্টের গলার অংশ ধরে নির্যাতন করছেন সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হাই। এক পর্যায়ে মাথা ও চুল ধরে পেছনের দিকে বল প্রয়োগ করছেন তিনি। পুরো ভিডিওতেই শিশুটি কান্নারত অবস্থায় ছিলো। তবুও শেষ রক্ষা হয়নি শিশুটির। ওসি এসআইসহ ৩-৪ জন পুলিশ সদস্য মিলে শিশুটিকে নির্যাতন করেন। তবে এমন সময় এই ভিডিওটি শেষ হয়ে যায়। পরে কতক্ষণ এ শিশুকে নির্যাতন করা হয়েছিল তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, ভিডিওটি কমপক্ষে কয়েকদিন আগে ফেসবুকে দেখা গেছে। তবে শুক্রবার(১৮ জুলাই) তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, শিশুটি আমার পরিচিতি তাই তার সাথে এমন করা হয়েছে। তবে বিস্তারিত জানতে হলে আপনাকে ওসি স্যারের সাথে যোগাযোগ করতে হবে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মতিউর রহমান জানান, ঘটনাটি গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা দিনের ঘটনা এটি। ওই শিশু জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের কাছাকাছি চলে যায়। জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে সরিয়ে নেয়া হয়। পরে তার কাছে পাওয়া যায় ড্যান্ডি নামের মাদক। তবে পুলিশের বল প্রয়োগের কথা অস্বীকার করেন তিনি। জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সে শিশু হলেও নেশাগ্রস্ত। তবে তাকে এভাবে নিয়ে দূরে সরানো উচিত হয়নি। পুলিশ আরও ঠান্ডা মাথায় কাজটা করতে পারত। আমরা এর পরে বিষয়গুলো খেয়ালে রাখব।