কাইয়ুম বাদশাহ মধ্যনগর সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তঘেঁষা বাঙ্গালভিটা এলাকায় হাওরের পাশে একটি ফাঁকা নৌকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে টাঙ্গুয়ার হাওরের পাড় ঘেঁষে এই বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা পড়ে থাকতে দেখা যায়। নৌকার ভেতরে রাখা ছিল ৪১ বস্তা ভারতীয় জিরা। প্রত্যেক বস্তার ওজন প্রায় ৩০ কেজি করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, “আমরা যখন পৌঁছাই, তখন নৌকা ফাঁকা অবস্থায় ছিল। পাচারকারীরা আগেই সরে পড়ে। মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় অজ্ঞাত ৪–৫ জনকে আসামি করে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।