
খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
ঢাকার অতি নিকটেই, ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় প্রায় দুই কিলোমিটার পথ ধাওয়া করে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা
জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, উভয় পাশে ধারালো একটি ছোরা ও ৪ টি লক কাটার উদ্ধার করা হয়।
রবিবার (২০ জুলাই) সকাল ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন। এর
আগে ভোর রাতে ধামরাইয়ের চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলো- জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া গ্রের
মো. বিল্লালের ছেলে মোঃ শাহাজল (৩৮)। তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। অপরজনের নাম মোঃ সুমন মিয়া (৩৫), তিনি
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সোহাগী টেংগাপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে। গাজীপুরের বাসন থানার বাইপাস মোঘরখালের আবুল
সরকারের বাড়ীর ভাড়াটিয়া তিনি।ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকার ধামরাইয়ের চন্দ্রপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা
জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে ডাকাতরা। পরে প্রায় দুই কিলোমিটার পথ ধাওয়া
করে ডাকাত দলের দুই সদস্যে গ্রেপ্তার করে পুলিশ।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার দুই জন
ডাকাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
এদের মধ্যে জামালপুর এর বকশীগঞ্জ থানায় মোঃ শাহাজলের বিরুদ্ধে জিডি ও সুমন মিয়ার বিরুদ্ধে জিএমপের বাসন থানায় মামলা রয়েছে। তাদের
বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।