
বাহুবল (হবগিঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধের নাম চেরাগ আলী (৭০)। তিনি উপজেলার কালুটুলা গ্রামের মৃত ওয়াব
উল্লার ছেলে।স্থানীয়রা জানান, রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় চেরাগ আলী রেল লাইন দিয়ে হেটে যাওয়ার সময় ঢাকা-সিলেট রেল লাইনের
বাহুবল উপজেলার মিরপুর ইউনয়িনের কালুটুলা গ্রামের কাছে ট্রেনে কাটা পড়েন। স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী বিষয়টি সত্যতা নিশ্চিত করে
জানান, ছেরাগ আলী বৃষ্টির সময় মাছ ধরার জন্য বাড়ির পাশে রেল লাইন দিয়ে হেঁটে একটি ডুবায় যাচ্ছিলেন। এমন সময় সিলেট থেকে ছেড়ে আসা
ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানা যায়।শায়স্তোগঞ্জ রেলওয়ে
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে বলে ইউপি সদস্য জানান।