
রিয়াদ হাওলাদার, রায়পুর, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের জেলার রায়পুরে নিখোঁজের এক দিন পর জলাশয় থেকে মোঃ হারুন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২
জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের পুর্ব সাগরদি গ্রামের জবেদ আলী চৌকিদার বাড়ির সুপারী বাগানের ডোবায় মরদেহটি পাওয়া
যায়।তিনি ওই গ্রামের আতরেজ্জামানের ছেলে। এর আগে গত সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পেশায় রাজমিস্ত্রি হারুনের স্ত্রী, দুই মেয়ে ও
এক ছেলে রয়েছে।নিহতের ছেলে আবদুর রহিম বলেন, আমার বাবা দীর্ঘদিন থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তিনি বাড়ি থেকে
বের হয়ে আর ফেরেননি। গ্রামের লোকজন সকালে বাড়ীর পাশে সুপারি বাগানের ডোবায় বাবার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। পুলিশ
এসে মরদেহ উদ্ধার করে। বাবার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন,
মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মুখে বিষ জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। মানসিক রোগি হিসেবে
চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারের কারো কোনো অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এরপরও আমাদের অনুসন্ধান
অব্যাহত আছে।’