হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মারা গেলেন চাচা-ভাতিজা—জদু মন্ডল (৫০) ও মোশারফ হোসেন (৩৫)। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাংগালিয়া কালুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রথমে জদু মন্ডল নিচে নামলে গ্যাসে অচেতন হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে মোশারফও একইভাবে অচেতন হন। ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে দেয়াল ভেঙে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বুধবার সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ দালান নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সহ-সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক শিবলু শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল, প্রচার সম্পাদক ভুট্টু, দপ্তর সম্পাদক আসিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।জানাজায় সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। এক শ্রমিক বলেন, নিরাপত্তা সরঞ্জাম থাকলে হয়তো তারা আজ বেঁচে থাকতেন।এ দুর্ঘটনা মাদারগঞ্জের শ্রমজীবী মানুষের নিরাপত্তা সংকট ও অবহেলার বাস্তব চিত্র স্পষ্ট করে তোলে।