এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ভূমি কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড পদটি গত ৭মাস ধরে শূন্য থাকায় ভোগান্তিতে পড়ছে এলাকার জনগন। এতে করে ধর্মপাশা ও নব গঠিত মধ্যনগর উপজেলা এই দুই উপজেলার ভুমি সংক্রান্ত সেবার মানুষ অবর্ণনীয় দুর্ভোগ বা কষ্ট পোহাতে দেখা যাচ্ছে। ধর্মপাশায় ভুমিসেবা নিতে আসা কয়েকজনের সাথে আলাপকালে ভোগান্তি বা কষ্টের কথা জানা যায়।
উল্লেখ্য যে,সাবেক সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান চলতি বছরের ২৯ জানুয়ারি পদোন্নতি পেয়ে অন্যত্র বদলী হয়ে যান। যার ফলে এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য হয়। আর সেই সময় থেকেই গুরুপুর্ণ এই পদে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জনি রায় এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। এখানে উল্লেখ্য যে,পাশের নব গঠিত মধ্যনগর উপজেলাতেও উপজেলা ভূমি কর্মকর্তা নেই। তাই ধর্মপাশা উপজেলা ভূমি কার্যালয়ে এসে মধ্যনগর উপজেলার মানুষ ভূমি সংক্রান্ত সেবা নিতে হচ্ছে। এই পদটি শূন্য থাকায় শত শত নামজারী ঝুলে আছে। এছাড়া ভোগান্তির বড় আকারে দেখা দিয়েছে। হাট বাজার মনিটরিং,অবৈধভাবে বালু উত্তোলন, সরকারি রাজস্ব আদায়,ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম মারাত্মকভাবে বেহত হচ্ছে। ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জনি রায় বলেন,,আমি আমার দায়িত্ব পালনের পাশাপাশি এসিল্যান্ডের পদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমি চেষ্টা করে যাচ্ছি ভালো ভাবে সেবা দেওয়ার । বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি মহোদয় ও সিলেট বিভাগীয় কমিশনার মহোদয় কে অবহিত করা হয়েছে।