
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
অসহায় সুবিধা বঞ্চিতদের সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নপূরণ কল্যাণ সংস্থা, মাগুরা নিজ অর্থায়নে অসহায় সুবিধা বঞ্চিত লোকেদের ৫ কেজি করে চাউল বিতরণ করে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯ টায় মাগুরা শহরের পারনান্দুয়ালীতে অবস্থিত এই সামাজিক সংগঠনের কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাইদুর রহমান সভাপতি প্রেসক্লাব মাগুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কুতুব উদ্দিন কুতুব ভাইস চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ও সাবেক যুগ্ন আহবায়ক জেলা বিএনপি মাগুরা।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম মিশর স্বপ্নপূরণ কল্যাণ সংস্থা মাগুরা।