সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনা সদর উপজেলার ঢুলিগাতী গ্রামে প্রানীসম্পদ অধিদপ্তর এর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২৫ জুলাই সকালে
ছিদ্দিকুর রহমান পাঠাগার এর উদ্যাগে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্প
উদ্ভোধন করেন , নেত্রকোনা সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাক্তার আরিফা পারভীন রিপা।অন্যদের মধ্যে ছিলেন সদর উপজেলার ভেটেনারি
সার্জন ডাক্তার সাদ আস সাদিকসহ প্রানীসম্পদ অফিসের কর্মকর্তারা।পরে ৩ শতাধিক গরু ও ছাগলের ভেকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদানসহ হাঁস
মুরগির ঔষধ বিতরণ করা হয়।