সালমান আহমেদ,কেন্দুয়া (নেত্রকোনা
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায়
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা
নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ৯৬টি কিন্ডারগার্টেনের শত শত শিক্ষক, শিক্ষার্থী
ও অভিভাবক অংশ নেন। কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিলও করেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ
খোকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। বক্তব্য দেন সহসভাপতি ইলিয়াস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক আবু সোয়েম ভূঁইয়া,
মহিলা বিষয়ক সম্পাদক মুচলেহা মাহমুদ, প্রচার সম্পাদক আশিকুজ্জামান রাজন, সম্মানিত সদস্য লুৎফুর রহমান, সিদ্দিকুর রহমান ভূঁইয়া, ইয়াকুব
আলী ভূঁইয়া জুয়েল প্রমুখ।বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ এবং সর্বশেষ ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অসামান্য কৃতিত্ব দেখিয়েছে। অথচ ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ বাতিল করা
হয়েছেযা স্পষ্টতই বৈষম্যপূর্ণ ও অন্যায় সিদ্ধান্ত।তারা ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা অবহিতকরণ পত্র বাতিলের দাবি জানান এবং
দ্রুত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা
নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়