সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক একটি নতুন ম্যানেজিং এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।বোর্ডের কলেজ শাখার ২৭ জুলাই ২০২৫ তারিখে জারি করা নথি নং কলেজ শাখা/NETROKONA/113080/2500134 অনুযায়ী, বিদ্যালয়টির নিয়মিত গভর্নিং বডি গঠনের পূর্ববর্তী সময়ে এই এডহক কমিটি ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে।এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড: রফিকুল ইসলাম হিলালী। তিনি স্থানীয় পর্যায়ে একজন সুপরিচিত শিক্ষানুরাগী হিসেবেও পরিচিত।কমিটির অন্য সদস্যরা হলেন ,সাধারণ শিক্ষক প্রতিনিধি ফারুক আহম্মদ, যিনি ২০০৬ সালে প্রতিষ্ঠানে যোগদান করেন।অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো:জিয়াউর রহমান, যাঁর পুত্র মো: সাকিবুল রহমান জয় নবম শ্রেণির শিক্ষার্থী (রোল নং ২৪) ।সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে নিয়মত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এই এডহক কমিটির অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকমহলে এ সিদ্ধান্ত স্বস্তির ভাব এনে দিয়েছে।উল্লেখ্য, বোর্ড কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও নব-নির্বাচিত সভাপতির নিকট অনুলিপি আকারে প্রেরণ করা হয়েছে