সৈয়দ সময় ,নেত্রকোনা :
ডক্টর্স এন্ড হেল্থ ওয়ারকার্স ডে । ছাত্র জনতার গণঅভ্যূত্থান জুলাই – ২০২৪ স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প ২৮ জুলাই
নেত্রকোণা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয়েছে।এতে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, সিভিল সার্জন
ডা:গোলাম মাওলা, নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সাইফুল হাসান নোমান, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক
ডা:একরামুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা:আরফিন সুলতানা, আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আর এম ও ডা:মো:মাজহারুল আমীন,
ইন্টার্ন চিকিৎসক নেত্রকোণা মেডিকেল কলেজ ডা:সাদি মাহরাব, ডা: কামরুল হাসান, ডা:অর্ক ভট্টাচার্য, মেডিকেল শিক্ষার্থী আতিক, ইয়াসির, নিশাত
হাসান ইমন, জামিল ইমতিয়াজ প্রমুখ