সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোণার মদন উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়-২০২৩-২৪ এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা কর্মকর্তা স্বপ্না রানী সরকার,এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল বারী।এ সময় সভায় বক্তব্য প্রদান করেন,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলী আহম্মদ,সাধারণ সম্পাদক আবু দাউদ রেজাউল করিম,ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি,একাডেমি সুপার ভাইজার জোসনা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুুল আহাদ,মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,সিনিয়র সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন ( বাবুল)।এ ছাড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মেধাবী ছাত্র-ছাত্রীর অভিবাভকগণ। আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।