সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনার মদন উপজেলায় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বপ্ন পূড়লো এইচএসসি পরীক্ষার্থী নিরবের।
মঙ্গলবার(২৯ জুলাই)সকালে সরেজমিনে গিয়ে জানা যায়,(২৬জুলাই)বিকালে উপজেলার চানগাও ইউনিয়নের মৈধাম গ্রামে এ ঘটনাটি ঘটে।আহত শিক্ষার্থী নিরব ঐ গ্রামের ছেলে।আহত নিরবের পরিবারের পক্ষ থেকে বলা হয়, বিকেলে নিরব তার বড় বোনের বিয়ের দাওয়াত দিতে পাশের বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন।এমন সময় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে পড়ে থাকলে সেখানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয় নিরব।তখন তার সাথে থাকা কয়েকজন বন্ধু তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।নিরবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরিবারের লোকজনের দাবি,পল্লী বিদ্যুতের লোকজনের গাফিলতির কারণে নিরবের এই অবস্থা হয়েছে।এ বিষয়ে নিরবের বাবা আয়াতুল মিয়া বলেন, আমার ছেলে মদন সরকারি হাজী আব্দুুল আজিজ ডিগ্রি কলেজ থেকে এইচএসি পরীক্ষা দিচ্ছে,এখন আমার ছেলের ভবিষ্যৎ কি হবে জানি না। স্থানীয় কয়েকজন জানান, দুই তিন দিন আগে থেকে পল্লী বিদ্যুতের এই তারটি পড়ে আছে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের অফিসে ফোনের মাধ্যমে অভিযোগ করা হয়েছে কিন্তু তিন দিন পার হয়ে গেলেও পল্লী বিদ্যুতের লোকজন কোন ব্যবস্থা নেয়নি।তার পড়ে থাকার কারনেই নিরবের আজ এই অবস্থা হয়েছে।আমরা এর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ রফিকুল ইসলাম জানান, পল্লী বিদ্যুৎ তারের সাথে চানগাঁও ইউনিয়নে মৈধাম গ্রামের নিরব নামে একজন আহত হয়েছে, আমরা তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।তবে বিদ্যুৎ লাইন মেরামত করা হয়েছে।