নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সুরেশপুর গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে পরিচালিত অভিযানে ৬৮ বোতল AC Black ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়, যা প্রতিটি বোতলের পরিমাণ ৪৭৫ মিলিলিটার।
অভিযানে অংশ নেয় এনএসআই এর একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল, যারা যৌথভাবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে সফলতা অর্জন করে। অভিযানের সময় একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।এন এস আই এর একজন কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া এসব মদসহ অন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান পরিবেশকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এতে এলাকায় মাদক সেবন ও অবৈধ চাহিদা কমাতে সহায়তা মিলছে।
এনএসআই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সফল অভিযানে এলাকায় ব্যাপক স্বস্তি বিরাজ করছে এবং জনগণ সচেতন হওয়ার দিকে আরও মনোযোগী হচ্ছে।