সৈয়দ সময় , নেত্রকোনা :
পরকীয়া একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে । সহজ সরল কারো মন পরিবার ভেঙ্গে তছনছ হয়ে যন্ত্রণায় দিন কাটাচ্ছে ।
খাদিজা খাতুন প্রতিবন্ধী পরিবারের একটি মেয়ে ।২০১৬ সালে এলাকার সুধীজনের প্রস্তাবে ও মানবিক খাতিরে একই এলাকার খাদিজা খাতুন কে বিয়ে করেছেন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলেরাজ্জাক । সে ভ্যান গাড়ী চালিয়ে সংসার চালায় । রাজ্জাকের ঘরে রয়েছে দুইটি কন্যা সন্তান । সে তার সন্তান ও পরিবারকে খুব ভালোবাসত যে কারণে সে তার পৈত্রিক বাড়ী আট শতাংশ তার স্ত্রীর নামে দান করে । বাড়ী বিক্রি করার পাঁয়তারা করলে বাঁধা দিলে খাদিজার প্রকৃত রূপ ধরা পড়ে । বাড়ী পেয়ে অতি লোভী খাদিজা আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়ে ।তার স্বামী রাজ্জাকের মিথ্যা মামলা করে । প্রায় সময় তাকে মারধর করে ।ভূক্তভোগী আব্দুর রাজ্জাক জানান , বিগত এক মাসে তার স্ত্রী খাদিজা তার মামা মুসলিম , নজরুল ,কেনু মিয়া ,কাইয়ুম ,সাইকুল কে ডেকে নিয়ে বেধম ফুলা জখম মারধর করে ,প্রাণনাশের হুমকি দেয় । বাড়ী বিক্রি করে টাকা দিতে বলে । তাদের ভয়ে ঘরছাড়া । যে কোন সময় দুরঘটনা ঘটাইতে পারে ।এলাকার ফজলুল হকের ছেলে আকাশ , ইদ্রিস মিয়া , বড় ভাই আবুল মিয়া , আবু হানিফ সহ অরধশতাধি এলাকার লোকজন বলেন , খাদিজা শহরের পুলিশ লাইন রোডে থাকে । অভয়পাশার কামাল হোসেনের ছেলে শরীফের সাথে পরকীয়া করে । যার কারণে তার স্বামীকে মারধর করে মিথ্যা মামলা করেছে । এই বিষয় নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে । যে কোন সময় অনাকাঙ্খিত দুরঘটনা ঘটতে পারে ।এই বিষয়ে জানতে অভিযুক্ত খাদিজার বাসায় পাওয়া যায়নি , বারবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়ভূক্তভোগী রাজ্জাক ও তার ভাই আবুল মিয়া আরো বলেন , পারিবারিকভাবে মিটমিমাংসার চেষ্টা করে ব্যরথ হয়েছি ,খাদিজা পরকীয়া সরে আসেনি । উল্টো আমার নামে মিথ্যা কেইস করেছে । সংশ্লিষ্ট করতৃপক্ষের কাছে তার জান মালের নিরাপত্তা ,সহযোগীতা ও ন্যায়বিচার প্রত্যাশা করেন ভূক্তভোগী আব্দুর রাজ্জাক ।