এম এম এ রেজা পহেল, ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটিও ৭ টি পদের এর মধ্যে ৫ টি শূন্য রয়েছে । এতে প্রাপ্য সেবা উপজেলায় দিতে পারছেনা দুই জন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটিও। কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্টান গোলো। হাওর বেষ্টিত উপজেলা ধর্মপাশা, এখানে ১১০ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে । বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সামনে এখন পানি থাকায় নৌকা দিয়ে যেতে হয়। দুইজন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটিওর দ্বারা স্কুল পরিদর্শন করা কোন ভাবে সম্ভব হয়না। তাই ইচ্ছে থাকলেও এটিওরা সেবা দিতে পারছেন না।উপজেলা সাধারণ জনগনের সরকারের কাছে দাবী এই হাওর এলাকার শিক্ষার মান এগিয়ে নেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ৫ টি শূন্য পদে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটিও নিয়োগ দিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বেগবান করবে।ধর্মপাশা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমাদের অফিসে ৭ টি সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের পদ রয়েছে। আমরা দুইজন আছি ৫ টি পদ শূন্য রয়েছে । তই ইচ্ছে থাকলেও প্রকৃত সেবা দিতে পারছি না।ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, আমাদের এখানে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের ৭ টি পদের মধ্যে ৫ টি পদ শূন্য রয়েছে। এতে করে সেবা দান করা সম্ভব হচ্ছে না। আমি আমার উর্ধতন কতৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি শূন্য পদে ৫ জন এটিও নিয়োগ দেওয়া জন্য।সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডিপিও মোহনলাল দাস বলেন, আমাদের সারা সুনামগঞ্জে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের সংকট , তই এই সমস্যা রয়েছে। পদায়ন কাজ চলছে, আশা করি আগামী এক দুই মাসের মধ্যে শূন্য পদের সমস্যা সমাধান হয়ে যাবে।