সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনার খালিজুরি হাওয়ার বেষ্টিত এলাকা । ছয়টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডে প্রায় লক্ষাধিক লোকের বসবাস । বর্ষাকালে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াতের জন্য নৌকা বা ট্রলার একমাত্র বাহন । ছয়টি ইউনিয়ন হইতে খালিয়াজুরী সদর উপজেলা বর্ষাকালে যাতায়াতের একমাত্র বাহন হল ট্রলার, উক্ত ট্রলার ব্যতীত অন্য কোন উপায়ে খালিয়াজুরীতে চলাচল করার ব্যবস্থা নেই।জানা যায় খালিয়াজুরীতে, লেপসিয়া বাজার খালিয়াজুরী সদরের নতুন বাজার ,পাঁচহাট বাজার, কৃষ্ণপুর বাজার, নুরপুর বোয়ালি বাজার, গাজীপুর বাজার, অমানিপুর বাজার, সহ প্রতিটি ইউনিয়নে ছোটখাটো বাজার রহিয়াছে। উল্লেখযোগ্য বাজার গুলোতেও মানুষ নৌকা বা ট্রলারে যাতায়াত করে। কিন্তু যাতায়াতের ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, তাছাড়া প্রতিটি ট্রলারে জীবন বাঁচানোর জন্য কোন রকম সরঞ্জাম মজুদ নেই ।এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন,উপজেলা আমির ইসমাইল হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টুর সাথে কথা হলে তারা বলেন, বর্ষাকালে আমাদের খালিয়াজুরী মানুষের চলাচলের জীবনযাত্রা খুবই ঝুঁকিপূর্ণ , উক্ত ঝুঁকিপূর্ণ অবস্থা হইতে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি ট্রলারে লাইভ জ্যাকেট, জীবন বাঁচানোর জন্য টায়ার ও টিউবসহ যাবতীয় সরঞ্জাম রাখা প্রয়োজন ।এ বিষয়ে খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব )এম এ কাদের সাথে কথা হলে তিনি বলেন , আমি ট্রলার মালিকদেরকে, ট্রলার চলাচলের সময় লাইভ জ্যাকেটসহ যাবতীয় সরঞ্জামাদি রাখা ও লোকজনবল দিয়ে অতিরিক্ত বোঝাই না করার জন্য বলেছি। তারা আমাদের কথা অমান্য করলে, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।