ফেরদৌসী খানম,মানিকগঞ্জ, দৌলতপুর প্রতিনিধি।
মানিকগঞ্জের দৌলতপুরে.পারফরমেন্স বেজড গ্রান্টাস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এস ইউ ডি পির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৬ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৯ শে জুলাই ) উপজেলা পরিষদের হল রুমে সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিস ও জেলা শিক্ষাঅফিস এর আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা,দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া, বাঁচামারা বিবিসি কলেজের অধ্যাপক রকনুজ্জামান, দৌলতপুর উপজেলা একাডেমিক সুপাভাইজার মোহাম্মদ মইনুল ইসলাম, চরমস্তল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম হক, মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাজী রমজান।