
সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ:
হবিগঞ্জের বাহুবলে টমটম চালক হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার মিরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন অন্যতায় মহাসড়ক অবরোধ করে সিলেট বিভাগ অচল করে দেয়া হবে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসকার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, সহ-সভাপতি এনামুল হক এনাম, মোঃ শাহিন মিয়া, আব্দুল আহাদ কাজল, জামায়াত নেতা মহিউদ্দিন আখুঞ্জি, হাফেজ মাওলানা আলাউদ্দিন, মাওলানা বদরুররেজা সেলিম, প্রভাষক আইয়ুব আলী, পাচ গ্রাম নেতা ফয়সল আহমেদ, মাস্টার জামাল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত ৮ জুলাই সকাল ১১ টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার ভাটকাটিয়া মন্দির সংলগ্ন রাস্তার উপর থেকে টমটম চালক স্থানীয় লামাতাসি গ্রামের আব্দুল আলীর ছেলে কাশেম আলীর হাত ও পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করে।