
নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
পিয়ার পদ্ধতির জটিলতা সাধারণ মানুষ বোঝে না—জনগণ শুধু ভোট দিতে চায়, ভোট দিতে মুখিয়ে আছে। গত ১৭ বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় দেশের মানুষের মধ্যে এখন ভোট দেয়ার ব্যাপারে স্পষ্ট আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাঁচবারের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান আলী মিয়া।বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শিবগঞ্জ বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।অধ্যাপক শাহজাহান বলেন, গুজব নয়, ব্যালটেই জবাব দেবে জনগণ। একটি মহল বিএনপিকে ঘিরে নানা গুজব ছড়াচ্ছে। আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি।তিনি আরও জানান, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গ্রাম থেকে মহল্লা পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছে।এ সময় আরও উপস্থিত ছিলেন—শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আবুল বাসার, সেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক কেতাবুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষার বিশ্বাস, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান পলাশসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।গণসংযোগের মাধ্যমে বিএনপি’র নেতারা জনগণের কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ৩১ দফা পরিকল্পনা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তুলে ধরেন।