ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায়,মদন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার সহযোগিতায় ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষ্যে উপকরণ সহায়তা প্রদান।বৃহস্পতিবার(৩১শে জুলাই)বিকেলে মদন উপজেলা পরিষদ ময়দানে মোট ৮টি পরিবারের মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়।এর মধ্যে ৬টি পরিবারকে ছাগল,এবং ২টি পরিবারকে গরু দেওয়া হয়।আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন-এর নির্লস পরিশ্রম,পরিকল্পনা ও আন্তরিক উদ্যোগের ফলস্বরূপ দুটি অসহয় পরিবার আজ নতুন করে জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অলিদুজ্জামান সাহেব,উপস্থিত ছিলেন মোঃ ইমরান হাবিব সাহেব (সমাজসেবা অফিসার) রিয়াজ উদ্দিন সাহেব(মদন উপজেলা নায়েবে আমির)আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম,মদন ইয়থ সার্কেল সভাপতি, মোঃ সাখাওয়াত হুসাইন সাহেব সুপার বরাটি মোয়াটি আকাশ্রী হাজী ওয়াহেদ আলী হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা,এবং উপস্থিত ছিলেন মোঃ হাবিব সাহেব (বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি মদন উপজেলা শাখা,প্রমুখ।উল্লেখ্য,এই মহৎ কাজটি আরও মর্যাদাপূর্ণ হয়েছে,কারণ মদন উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব অলিদুজ্জামান স্যার স্ব-হস্তে অসহায় ও দুস্থ পরিবার মাঝে গরু ও ছাগল বিতরণ করেছেন।এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়ালিদুজ্জামান সাহেব বলেছেন,আল ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন এর মত সংগঠন পাশে থাকলে,সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য আরো অনেক কিছু করা যাবে।সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য এই প্রচেষ্টা সত্যিই অনুকরণীয়।এটি প্রমাণ করে যে ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও সমাজের বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।