অনলাইন ডেস্ক:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের মিরাবাড়ি পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এলো সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।নিহত জেলের নাম নজরুল ইসলাম হাওলাদার (৬০)। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।নজরুল ইসলামের ছেলে নাসির হাওলাদার জানান, তার বাবা গত ২৩ জুলাই সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির পর নিখোঁজ ছিলেন। ওই ট্রলারে মোট ১৫ জন জেলে ছিলেন। দুর্ঘটনার ৮৪ ঘণ্টা পর ১০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ৫ জন নিখোঁজ ছিলেন। আজ সকালে তার বাবার মরদেহ কুয়াকাটা সৈকতে জোয়ারের সঙ্গে ভেসে আসে।তিনি আরও বলেন, “আজ সকালে লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে আমরা নিশ্চিত হই—এটি আমার বাবারই দেহ। তবে এখনও চারজন জেলে নিখোঁজ রয়েছেন।”কুয়াকাটা নৌ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করি। মরদেহের সুরতহাল শেষে আইনানুগ প্রক্রিয়া চলছে।”