অনলাইন ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খোলা নালার পানিতে পড়ে শাহাজালাল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাজালাল ওই গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের একমাত্র সন্তান।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে একা খেলছিল শিশু শাহাজালাল। একপর্যায়ে সে বাড়ির সামনের খোলা নালার পানিতে পড়ে যায়। বিষয়টি কেউ খেয়াল না করায় কিছুক্ষণ পর এক নারী পথচারী নালার পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করেন।পরে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।এদিকে, শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, নালাটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় রয়েছে। কোনো ধরনের সুরক্ষা না থাকায় এমন দুর্ঘটনার আশঙ্কা ছিল বলেও তারা জানান।স্থানীয়দের দাবি, অবিলম্বে খোলা নালাগুলোর সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে—না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা থেকে যাবে।