অনলাইন ডেস্ক,,
ঢাকার দোহার উপজেলায় সরকারি জমি দখল করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)দক্ষিণাঞ্চলের সংগঠক ও ঢাকা জেলা প্রধান সমন্বয়কারী মো. রাসেল আহমেদের বাবা মো. আবুল হাসেম মোল্লা।জানা যায়, শুক্রবার সকালে জয়পাড়া বাজারে কোটি টাকা মূল্যের সোয়া এক শতাংশ সরকারি জমিতে বেড়া ও টিন স্থাপন করে দখল চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাজার পরিচালনা কমিটির সভাপতি এসএম কুদ্দুস, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা।স্থানীয় সূত্র জানায়, বাজার কমিটি জমি দখলের কারণ জানতে চাইলে আবুল হাসেম মোল্লা ক্ষিপ্ত হয়ে তাদের হুমকি দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে হাসেম মোল্লা স্থান ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে ব্যবসায়ীরা ঐ জায়গার বেড়া খুলে জমিটি দখলমুক্ত করেন।জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম কুদ্দুস বলেন, “একজন রাজনৈতিক নেতার বাবা যদি ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি দখল করতে যান, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাজারের স্বার্থে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছে।”ব্যবসায়ীদের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে আবুল হাসেম মোল্লার নজর পড়ে সরকারি এই সম্পত্তির ওপর। এর আগেও তিনি দুইবার জমিটি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।অভিযুক্ত আবুল হাসেম মোল্লা দাবি করেছেন, তিনি জমিটি আরএস রেকর্ডীয় মালিক নাসির শাহিন ও তার ভাই-বোনদের কাছ থেকে কিনেছেন। তবে মালিকানা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মো. রাসেল আহমেদ বলেন, “বিষয়টি আমি জানতাম না। বাবার কাছে প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা, তা খোঁজ নিয়ে দেখব।”অন্যদিকে, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। কেউ যদি বলে থাকে প্রশাসনের অনুমতি আছে, তবে সে মিথ্যা বলেছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।”