অনলাইন ডেস্ক:
পরিবেশের ভারসাম্য রক্ষায় “পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি” আয়োজিত চারা বিতরণ ও সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (তারিখ উল্লেখ করুন) পুইছড়ি ইজ্জতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং চট্টগ্রাম মহানগর ‘জুলাই মঞ্চ’-এর আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ‘জুলাই মঞ্চ’-এর যুগ্ম আহ্বায়ক মোঃ তাওহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সদস্য প্রধান এইচ এম খান আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন।সাংগঠনিক সদস্যদের মধ্য থেকে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক এহসান হাবিব চৌধুরী, সহ-অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক তানজিদুল ইসলাম আরাফাত, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান, সহ-পরিবেশ সম্পাদক সাইমন রেজা সাজ্জাদ, সংবাদকর্মী শহীদুল ইসলাম, সদস্য তৌহিদুল ইসলাম সাঈদ, সোহেল মিয়া, সানজিদুল আরমান প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তরুণ সমাজই আগামীর আলোকবর্তিকা। পরিবেশ রক্ষায় এ ধরনের মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষভাবে মনে রাখতে হবে, নিম গাছ হলো পরিবেশবান্ধব এবং উপকারী, বিপরীতে একাশি ও মেলিয়া গাছ পরিবেশের জন্য ক্ষতিকর – এসব গাছ রোপণ ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।”তিনি আরও বলেন, “ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি সদকায়ে জারিয়া। সমাজ গঠনে তরুণদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব।”প্রধান মেহমান তার বক্তব্যে বলেন, “পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি প্রতিবছরই পরিবেশ রক্ষায় চারা বিতরণ ও রোপণ করে আসছে। মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সদস্যদের মাধ্যমে চারা রোপণ করা হয়েছে। এই কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।”সভাপতি তার বক্তব্যে বলেন, “চারা গুলোর যত্ন নেওয়া আপনাদের দায়িত্ব। গরু-ছাগল ও ছোট শিশুদের থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।”পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।