অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করেছে। এই শুল্ক কমানোর উদ্যোগকে রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছে। তবে শুল্ক কমানোর পেছনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি ও জামায়াত।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার ঢাকার আজমপুরে এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুল্ক কমানোর সঙ্গে যে আলোচনাগুলো হয়েছে তার বিস্তারিত জানা প্রয়োজন, কারণ এটি একটি প্যাকেজ। তিনি বলেন, ‘শুল্ক কমানোর বিনিময়ে কী দিতে হয়েছে, তা না জানা পর্যন্ত এর পূর্ণ মূল্যায়ন সম্ভব নয়।জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের উদ্যোগ ও যুক্তরাষ্ট্রের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘যদি কোনো প্রতিশ্রুতি বা বিনিময় হয়ে থাকে, সেটি অবশ্যই জনগণের সামনে প্রকাশ করা উচিত।জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শুল্ক কমানো অগ্রগতি হলেও আরও কমানোর জন্য সরকারকে শক্ত অবস্থান নিতে হবে।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুল্ক কমানোকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করছে। দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, ‘শুল্ক কমানোর ফলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থান শক্ত হয়েছে এবং রপ্তানিতে সুবিধা আসবে।’