অনলাইন ডেস্ক:
জাতীয়তাবাদী ছাত্রদল রোববার (৪ আগস্ট) রাজধানীর শাহবাগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বড় সমাবেশের আয়োজন করেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সমাবেশকে সামনে রেখে জেলা ও মহানগরসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯০টি সাংগঠনিক দল গঠন করা হয়েছে। সারাদেশ থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনের পরিকল্পনা থাকলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে শাহবাগে স্থানান্তর করা হয়।ছাত্রদল সূত্রে জানা যায়, একই দিনে বিভিন্ন সংগঠনের কর্মসূচি থাকায় সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতারা ছয় দফা নির্দেশনা দিয়েছেন। এতে রয়েছে কোনো ব্যানার-ফেস্টুন বা প্ল্যাকার্ড নিষিদ্ধ, নির্ধারিত জায়গায় থাকার নির্দেশনা, জরুরি সেবায় নিয়োজিত যানবাহনকে পথসুবিধা দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাকর্মী বহনকারী গাড়ি প্রবেশ নিষেধ।কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সমাবেশ থেকে ছাত্রসমাজকে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে। ভোটাধিকারের দাবি উচ্চকণ্ঠে তুলে ধরা হবে এবং বিভ্রান্তি রোধে সতর্ক করা হবে।”চট্টগ্রাম মহানগর ছাত্রদল সমাবেশে প্রায় আড়াই হাজার নেতাকর্মী পাঠাচ্ছে। বাসের পাশাপাশি ২০ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম জানান, ট্রেনের ভাড়া বাবদ ১০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে।