অনলাইন ডেস্ক :
আগামী জাতীয় নির্বাচন ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্টের মধ্যে সরকার যে ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে যাচ্ছে, তা স্বাগতযোগ্য। তবে আইনি ভিত্তিসম্পন্ন ‘জুলাই সনদও একইসঙ্গে দিতে হবে এবং তা সাংবিধানিক স্বীকৃতি পেতে হবে।শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ জানান, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রার’ আনুষ্ঠানিক সমাপ্তি ও ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। সমাবেশটি এইচএসসি পরীক্ষার কারণে এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হবে।তিনি বলেন, জুলাই আন্দোলনের একটি অংশ পূরণ হয়েছে, তবে অর্থনৈতিক সংস্কার ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে এখনও অনেক কাজ বাকি। এনসিপি সেই পথেই কাজ করে যাচ্ছে।অপকর্মে জড়িতদের বিষয়ে নাহিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাই বা এনসিপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে প্রশাসন যেন ব্যবস্থা নেয়। আমরাও নিজেদের দলে কঠোর ব্যবস্থা নিচ্ছি।সমাবেশে সারাদেশ থেকে এক লাখের বেশি মানুষের অংশগ্রহণের আশা করছে এনসিপি।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন ও আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন।