অনলাইন ডেস্ক
খুলনার ডুমুরিয়া উপজেলায় অসুস্থ ও মৃত গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে তিন কসাইকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার নরনিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।অভিযানে মোট ১২ মণ জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—চাকুন্দিয়া গ্রামের মোস্তাক গাজী (৪৫), বাদুড়িয়া গ্রামের ইয়াকুব সরদার (৫২) এবং কেশবপুর এলাকার সাইফুল ইসলাম মোড়ল (২২)। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল কবির, ডা. পপি রায়, চুকনগর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের তথ্যমতে, ওই তিনজন দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে খুলনা, বরিশাল, গোপালগঞ্জ ও পিরোজপুরের বিভিন্ন হোটেলে অসুস্থ ও মৃত গরুর মাংস সরবরাহ করে আসছিলেন। শনিবার রাতে নরনিয়া গ্রামের একটি সেমিপাকা ঘরে গোপনে তিনটি গরু জবাই করে তারা সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে মাংসসহ দুটি বড় ডিপ ফ্রিজ জব্দ করা হয়।এ চক্রের মূলহোতা গোপালগঞ্জের নাছির উদ্দিন এবং তার সহযোগী ইমান আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযুক্তদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দণ্ড প্রদান করা হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, “চুকনগর বাজারে একটি আধুনিক কসাইখানা স্থাপনের দাবি বহুদিনের। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় এমন অনিয়ম বন্ধ করা যাচ্ছে না।