সৈয়দ সময় , নেত্রকোনা :
আগামী ১১ আগস্ট ২০২৫ (সোমবার) নেত্রকোনা সদর উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ উপলক্ষে বিএনপির তৃণমূলসহ জেলার রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছে চাঙ্গাভাব। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিউল আলম খান।শিক্ষকতা পেশার পাশাপাশি সততা, স্বচ্ছতা এবং নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ শফিউল আলম খান রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়।তিনি একাধারে সাবেক ছাত্রনেতা এবং সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।ছাত্র ও যুব রাজনীতির মাটি থেকেই উঠে আসা এই নেতার রয়েছে সমাজসেবা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সংগঠন গঠনের গর্বিত ইতিহাস।তিনি একজন আজীবন সদস্য হিসেবে যুক্ত আছেন নজরুল সেনা, দুর্বার গোষ্ঠী, নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সঙ্গে। পাশাপাশি তিনি এ, আর, খান পাঠান ব্যাডমিন্টন টুর্নামেন্টের সদস্য সচিব হিসেবে খেলাধুলা ও যুবসমাজের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত এপ্যোলো-১১ তরুণদের একটি ব্যতিক্রমধর্মী সংগঠন হিসেবে ইতোমধ্যে ব্যাপক আলোচিত। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়া তিনি নেত্রকোনা শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে শিক্ষাক্ষেত্রেও অবদান রেখে চলেছেন।বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, মো. শফিউল আলম খান শুধু একজন প্রার্থী নন , তিনি এক উজ্জ্বল প্রতিশ্রুতি, তরুণ নেতৃত্বের প্রতিচ্ছবি। তাঁর অভিজ্ঞতা, কর্মযোগ ও গ্রহণযোগ্যতা তাঁকে সাধারণ সম্পাদক পদে যোগ্য প্রার্থী হিসেবে আলাদা করে তুলেছে।সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও প্রত্যাশা ইতোমধ্যে তুঙ্গে। এখন শুধু সময়ের অপেক্ষা , কে হবেন আগামী দিনের নেতৃত্বের কান্ডারি।