আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষমাণ অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববারের (৩ আগস্ট ২০২৫) বিভিন্ন হামলায় মোট প্রাণ হারিয়েছেন ৯২ জন।গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, সীমান্তে এখনো ২২,০০০-এরও বেশি ত্রাণবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে। অথচ গত শনিবার মাত্র ৩৬টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা চরম মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।হামাস বলেছে, যদি ইসরায়েল গাজার সব মানুষের জন্য “মানবিক করিডোর” খুলে দেয়, তাহলে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দিদের জন্য আন্তর্জাতিক রেডক্রস (ICRC) ত্রাণ পৌঁছে দিতে পারবে—তাতে তারা বাধা দেবে না।২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৬০,৮৩৯ জন নিহত এবং ১,৪৯,৫৮৮ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ১,১৩৯ জন এবং ২০০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।চরম খাদ্য সংকটে মানুষ এখন রাস্তায় নেমে জীবন বাজি রেখে খাবারের জন্য সংগ্রাম করছে। শিশু ও নারীসহ লাখো মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।
সূত্র: আল জাজিরা