নওগাঁর ধামইরহাটে হাজারো মানুষের শ্রদ্ধা-ভালবাসায় মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু মুসা’র দাফন সম্পন্ন হয়েছে। ৪ আগস্ট পৃথক দুটি জানায় প্রধান শিক্ষক আবু মুসা’র জানাযায় অংশ নেন হাজার হাজার মুসল্লি ও সহকর্মীবৃন্দ।মরহুমের বড় ভাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক ও গ্রীণ ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির জানান, তার ছোট ভাই পৃত্তথলীতে পাথর নিয়ে অসুস্থ্য হয়ে রাজশাহীতে ১ম অপারেশন করে কিছুদিন ভাল থাকার পর পুনরায় আবার চিকিৎসকের পরামর্শে ঢাকায় ২য় বার অপারেশনের প্রস্তুতি নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৪ আগস্ট সোমবার সকাল ৯ টায় আগ্রাদ্বিগুন ফুটবল মাঠে ১ম ও ভাতগ্রাম গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে মা সহ ১ স্ত্রী ১ সন্তান ৩ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান সর্বজন প্রিয় শিক্ষক আবু মুসা।জানাযায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, জামায়াতের জেলা নায়েবে আমির এনামুল হক, উপজেলা নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সালেহ উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।