অনলাইন ডেস্ক,
জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শহিদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ৯টায় উত্তর ইসলামপুর কবরস্থানে কবর জিয়ারতের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, জেলা প্রশাসনের কর্মকর্তা, শহিদ পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।একই দিনে মিরকাদিম পৌরসভায় শহিদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। এছাড়া, শ্রীনগরে ইউএনও মো. মহিন উদ্দিন এবং সিরাজদিখানে ইউএনও শাহিনা আক্তার শহিদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ জেলায় শহিদ হন সাতজন, যাঁরা এখানকার বিভিন্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন