অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় আরও একজন সহযোগী পালিয়ে যায়।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ আগস্ট) রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর নেতৃত্বে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলে শমসেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিমের নির্মাণাধীন মার্কেটের সামনে।গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ নজরুল ইসলাম (৩২) — সাং: পানিউমদা (লেবু বাগান), উপজেলা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ।২। মধু মিয়া (৪৫) — সাং: বিন্নিগ্রাম, জেলা: মৌলভীবাজার।পলাতক আসামি:আনোয়ার মিয়া ওরফে আনর মিয়া (৪৭) — সাং: পানিউমদা (মধ্যপাড়া গাংগের পাড়), উপজেলা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ তল্লাশি চালিয়ে নজরুল ইসলামের পরিধেয় লুঙ্গির ভাঁজ থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা পারস্পরিক যোগসাজশে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থান করছিল। তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে।এই ঘটনায় পলাতক একজনসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সূত্র:রেঞ্জ ডিআইজি অফিস সিলেট