সৈয়দ সময়, নেত্রকোনা :
নেত্রকোণার কেন্দুয়ায় মো. জাহাঙ্গীরের কোদালের কোপে গুরুতর জখম হয়ে দিনমজুর ইদু মিয়া (৫৫) নিহত হয়েছে।ইদু মিয়া গতরাত রবিবার (৩ আগস্ট) সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানা গেছে।নিহত ইদু মিয়া ও হত্যাকারী মো. জাহাঙ্গীর উভয়েই নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের কির্ত্তনখলা গ্রামের বাসিন্দা।ঘটনাটি গত শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কির্ত্তনখলা গ্রামের পার্শ্ববর্তী কুমারগাঁথা কান্দা নামক স্থানে ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার দিন নিহত ইদু মিয়া সহ আমরা ৭/৮ জন মিলে বীজতলা থেকে আমন ধানের চারা রোপণের জন্য ওঠাচ্ছিলাম। একই সময়ে আমাদের পার্শ্ববর্তী একটি ক্ষেতে কোদাল দিয়ে কাজ করছিল হত্যাকারী জাহাঙ্গীর। আমরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করেছিলাম, কিন্তু হত্যাকারী জাহাঙ্গীর মনে করেছে আমরা না-কি তাকে নিয়ে ঠাট্টা মশকরা করছি। পরবর্তীতে জাহাঙ্গীর গালিগালাজ করে কোদাল নিয়ে আমাদের দিকে তেড়ে আসে এবং আমাদের একজনকে কোপ দেয়ার চেষ্টা করলে সে দ্রুত সড়ে যাওয়ার তার গায়ে কোদালের কোপ পরেনি। পরবর্তীতে হত্যাকারী জাহাঙ্গীরের হাতে থাকা কোদাল দিয়ে দিনমজুর ইদু মিয়ার মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করলে আমরা জাহাঙ্গীরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করি এবং গুরুতর জখমী রক্তাক্ত ইদু মিয়াকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এমন একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার হোতা মো. জাহাঙ্গীর নামের একজনকে আটক করে থানায নিয়ে আসা হয়, সে বর্তমানে জেল হাজতে আছে। গুরুতর জখমী ইদু মিয়া চিকিৎসাধীন অবস্থায় গতরাতে ঢাকায় মারা গেছে জানতে পেরেছি, ওইখানে ময়নাতদন্ত শেষে লাশ কেন্দুয়ায় তার গ্রামের বাড়িতে নিয়ে আসবে নিহতের পরিবারের লোকজন। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে