ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারের রাজনগরে এক নারীর মৃত্যুকে প্রথমে স্বাভাবিক মৃত্যু বলে ধরে নিয়ে অপমৃত্যুর মামলা রুজু করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলায় ঘটনার মোড় নেয় অন্যদিকে। ঘটনার প্রায় চার মাস পর রাজনগর থানা পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।পুলিশ জানায়, গত ৩১ মার্চ সকাল আনুমানিক ৬টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ ঘর থেকে শাহানা বেগম (৫১) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আত্মীয়স্বজনের সন্দেহ না থাকায় রাজনগর থানা পুলিশ ১ এপ্রিল একটি অপমৃত্যুর মামলা (নং-০৪/২০২৫) রুজু করে এবং মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়।পরবর্তীতে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, শাহানা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ তথ্য জানার পর নিহতের মেয়ে বিউটি বেগম রাজনগর থানায় ৪ আগস্ট একটি হত্যা মামলা (নং-০৪, তারিখ: ০৪/০৮/২০২৫; ধারা: ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।মামলার তদন্তভার পান এসআই (নিঃ) অরূপ সরকার। তিনি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত হিসেবে একই গ্রামের মোঃ খলিল মিয়া @ ফেছাদ (৩৫)-কে শনাক্ত করে গ্রেফতার করেন।পুলিশের জিজ্ঞাসাবাদে খলিল মিয়া হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, নিহত শাহানা বেগম এলাকায় সুদে টাকা লেনদেন করতেন এবং তার সঙ্গেও আর্থিক লেনদেন ছিল। মূলত পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ঘটনার রাতে তিনি ভিকটিমের বাড়িতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে শাহানা বেগমকে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে গলা চেপে ধরলে তিনি মারা যান।এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন বলেন, “মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”সূত্র রেঞ্জ ডিআইজি অফিস সিলেট