ডেস্ক রিপোর্ট
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গোয়ালিমান্দ্রা এলাকায় র্যাব-১০ এর অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় প্রায় ৬০ হাজার টাকার দুই শত পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—সিফাত খন্দকার (২৬), পিতা মোঃ সেলিম খন্দকার, দাড়িয়াল, থানা বাকেরগঞ্জ, বরিশাল এবং মোঃ সাগর (২৬), পিতা শাহদাত হোসেন চুন্নু, শৈলপুর, থানা ভাঙ্গা, ফরিদপুর।র্যাব সূত্র জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলে পরিবহন করে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে