জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আশুলিয়া বিজয় র্যালী উদযাপন।সকালে ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকা শুরু হয়ে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে এসে শেষ হয়। এ কর্মসূচিতে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে, এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আশুলিয়া থানার কৃষক দলের সভাপতি প্রত্যাশী আবুল হোসেন মুন্সী, ৭ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।