রানা খান আটপাড়া উপজেলা প্রতিনিধি ( নেত্রকোনা):
জুলাই গনঅভ্যুত্থান ৫ আগষ্ট- প্রথম বর্ষ পূর্তি পালন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় বিএনপির ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিজয় মিছিল ও র্যালী অনুষ্ঠিত হয়েছেমঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ বিজয় মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়।বিজয় মিছিল ও র্যালিতে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডাক্তার রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবদলের আহ্বায়ক হাজী মোঃ আনোয়ারুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রুপন ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিক তালুকদার জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাফায়েত খান সাকু সাবেক জেলা ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম, তেলিগাতি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জজ মিয়া তালুকদার ,ইউনিয়ন বিএনপিএর সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ তাতী দল, উলামা দল, শ্রমিক দল, মহিলা দল, বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে উপজেলা খেলার মাঠ থেকে বিজয় মিছিল ও র্যালি বের হয়ে বিভিন্ন স্লোগানে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস। এই দিনে দেশের জনগণ গণতন্ত্র রক্ষায় বার্তা দিয়েছিল যে, স্বৈরতন্ত্রের স্থান বাংলার মাটিতে হবে না। বক্তারা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।