ডেস্ক রিপোর্ট :
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ উপলক্ষে পটুয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহরের ঝাউতলা থেকে জেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল গণমিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী পৌর নিউমার্কেটের প্রধান গেটের সামনে গিয়ে শেষ হয়। গণমিছিলপূর্ব সমাবেশের সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম আল কায়ছারী। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতে ইসলামী’র আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওঃ এম এ সালাম খান, বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা সাবেক নায়েবে আমীর অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওঃ আবুল বাসার, পটুয়াখালী পৌরসভা আমীর মাওলানা হাবিবুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা আমীর ও জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম নুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমীর মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুর রহমান খান, জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা ছাত্র শিবির সেক্রেটারি মোঃ তামিমসহ জেলা ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও ছাত্র শিবিরের দুই সহস্রাধিক নেতা-কর্মী এবং সমর্থকরা এ গণমিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন