৫ আগষ্ট বিকেলে জুলাই (৩৬ জুলাই) বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা ও বিপ্লবের মহানায়ক শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জুলাই রেভ্যুলেশনারী এ্যালায়েন্স হবিগঞ্জ জেলা শাখা।আলোচনা সভায় এ্যালায়েন্সের হবিগঞ্জ জেলা আহব্বায়ক পলাশ মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব তোফায়েল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, জুলাই রেভ্যুলেশনারী এ্যালায়েন্স হবিগঞ্জ জেলার মুখ্য সংগঠক শাহরিয়ার আহমেদ নাজিম, মুখপাত্র মিনজাব ছাহাম, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক আলাউর রহমান বামসী, যুগ্ম সদস্য সচিব তারেক মোহাম্মদ জাকি, জেলা এ্যালায়েন্সের সম্মানিত সদস্য আব্দুল ওয়াহিদ মনির, আহনাফুজ্জামান তুহিন প্রমুখ বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মাগরিব নামাজের পরে শহরের রাজনগর ইসলামিয়া এতিমখানায় এতিম শিশুদের নিয়ে শহীদ এবং আহতদের সম্মানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এতিমখানার সম্মাানিত পরিচালক মোনাজাত পরিচালনা করেন।