সৈয়দ সময় , নেত্রকোনা :
সোমবার (৪ আগস্ট) আনুমানিক রাত সাড়ে নয়টায় কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়াস্থ হিমালয় পাম্পের সামনে থেকে গাঁজাসহ আটক করা হয়
মন্নাক নামের একজনকে,তিনি উপজেলার নল্লা গ্রামের বাসিন্দা।কেন্দুয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. কিরণ আহমাদ জানান,
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মন্নাফ কে আটক করে । সে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে
এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ।এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার এসআই ইমন জানান ,“আমরা মন্নাফকে গাঁজা
বিক্রির সময় হাতে-নতে আটক করেছি।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।