সৈয়দ সময় ,নেত্রকোনা :
শাল্লা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজাপ্রাপ্ত ০১ ও জিআর পরোয়ানা ভুক্ত ০১ জনসহ মোট ০২ জন আসামী গ্রেফতার করেছেন শাল্লাথানা পুলিশ।পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ, শাল্লা থানা, সুনামগঞ্জ এর দিক নির্দেশনায় শাল্লা থানায় কর্মরত এসআই (নিঃ) নবী হোসেন মিয়া, এএসআই আখতারুজ্জামান, এএসআই আজহারুল ইসলাম , এএসআই ফুলন চন্দ্র দেব ও এএসআই আবু হানিফ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর নং- ৫৪/২০ এর পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ১। লুৎফা বিবি (৪৩), স্বামী-জাহাঙ্গীর হোসেন, জিআর-১২/১৮ এর পরোয়ানাভুক্ত আসামী ১। আকলিম হোসেন প্রকাশ আকলিশ, পিতা-মৃত আজমান মিয়া, উভয় সাং- নারিকেলা, থানা- শাল্লা জেলা,শাল্লাথানার নারিকেলা গ্রামে হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে