ডেস্ক রিপোর্ট:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া মিয়া সামাদ সিদ্দিকী (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (৬ আগস্ট) বেলা দুইটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট-সংলগ্ন পশ্চিম অংশে গোসল করতে নেমে সামাদ নিখোঁজ হন। প্রায় সোয়া তিন ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও জেলেদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয় কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শুরুতে স্থানীয় জেলেরা চেষ্টা চালালেও পরে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে অভিযান চালানো হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।নিহত মিয়া সামাদ সিদ্দিকীর বাড়ি খুলনার খালিশপুর এলাকায়। তার বাবার নাম এম ওয়াইজ উদ্দিন। পারিবারিকভাবে জানা যায়, সামাদসহ খুলনা থেকে সাতজনের একটি দল মঙ্গলবার কুয়াকাটায় বেড়াতে আসে এবং একটি আবাসিক হোটেলে অবস্থান করছিল।ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে সামাদসহ পাঁচজন কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামে। তখন সমুদ্র ছিল উত্তাল। সামাদ সাঁতার জানতেন না। ঢেউয়ের তোড়ে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান তিনি। তার সঙ্গীরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহদাত হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।প্রত্যক্ষদর্শীরা জানান, পানিতে ডোবার আগে ছেলেটি হাত উঁচিয়ে সাহায্য চাইছিল। কিন্তু উদ্ধারের আগেই সে সাগরের ঢেউয়ে তলিয়ে যায়।নিহতের মরদেহ কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এই মর্মান্তিক ঘটনায় তার বন্ধুরা ও কুয়াকাটায় আগত পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে