ডেস্ক রিপোর্ট:
কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পালকী পরিবহনের একটি মিনি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৮৭৪ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বাসের চালক ও হেল্পারকে আটক করা হয়।বুধবার (৬ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাস হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট অতিক্রমের সময় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা তল্লাশি চালায়। এ সময় মালামাল রাখার অংশে কালো টেপে মোড়ানো একটি পোটলা থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন—রামুর উত্তর খুনিয়াপালংয়ের আবদুস শুক্কুরের ছেলে বাসচালক মো. জাফর আলম (৩৪) ও টেকনাফের নতুন পল্লান পাড়ার আলী হোসেনের ছেলে হেল্পার মো. আমির হোসেন (৫০)।বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, ইয়াবার চালানটি কক্সবাজার শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি ধারণা করছে, তারা এর আগেও এই বাস ব্যবহার করে নিয়মিত মাদক পরিবহন করতেন।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জসীম উদ্দিন, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মাদক, চোরাচালান ও আন্তঃদেশীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই ধারা অব্যাহত থাকবে।