নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে আকাশ মিয়া(২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(০৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখলা এলাকায় আবু সাঈদ আটো রাইসমিলে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের মৃত রাহাবুল মিয়ার ছেলে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মিলটির মালিক আবু সাঈদ মারা যাওয়ার পর এক বছর বন্ধছিল। গত গত জুলাই মাসের ২৮ তারিখ পুনরায় মিলটি চালু করে। মিলটিতে ১৮ থেকে ২০ জন শ্রমিকরা কাজ করে। আজ রাতে কাজ করার সময় সকলের অজান্তে আকাশ মিয়া আহত হয়। পরে হঠাৎ করে অন্য শ্রমিকরা আকাশকে পড়ে থাকতে দেখে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। মিলের শ্রমিক পরিতোষ জানান, মিলে কাজ করার সময় হঠাৎ কখন আকাশ আহত হয় এবং মারা যায় কেউ খেলায় করেনি। শরীরে কোথাও কোন ক্ষতের চিহ্ন নেই। তবে কাজ করার সময় কোন প্রকার সেফটি কোন কিছু না পড়ায় এ ঘটনাটি ঘটতে পারে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, মরদেহ আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই মারা গিয়েছে। সুরাতল প্রতিবেদন তৈরি করা হয়েছে, ময়নাতদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হবে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।