নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা নুরুল হাসান আতাহার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি অ্যাডভোকেট খলিকুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা প্রমুখ।বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেসবিহীন, জরাজীর্ণ যানবাহন ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ড্রাইভিং লাইসেন্স না থাকা হেলপারদের দিয়ে গাড়ি চালানো হচ্ছে, যা জনসাধারণের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে।তারা অভিযোগ করে বলেন, এসব বিষয়ে প্রশাসনের নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেই। দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত না করায় একই রকম দুর্ঘটনা বারবার ঘটছে। বক্তারা ৬ আগস্ট বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে দুই ছাত্রীসহ তিনজন নিহত হওয়ার ঘটনাকে ‘অবহেলার হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান