সৈয়দ সময় , নেত্রকোনা :
এই সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় ও পরিচ্ছন্ন রাজনীতিক তাজ উদ্দিন ফারাস সেন্টু।৭ আগষ্ট ২০২৫ বিকেলে কাইলাটী ইউনিয়ন, লক্ষীগঞ্জ ইউনিয়ন ,মদনপুর ইউনিয়ন, সিংহের বাংলা ইউনিয়ন ও চল্লিশা ইউনিয়নের শতাধিক কাউন্সিলর ও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আমতলা ও রৌহা ইউনিয়নের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আমতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বেপারীর সঞ্চালনায় আমতলা বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । পরে রৌহা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মোমেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু , নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামছুল আলম মারুফ , জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মশিউর রহমান মিশু , জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাসুদ , রৌহা ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মালেক , সাবেক সাধারণ সম্পাদক আরশাদ আলী , লক্ষীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাবিল সহ অন্যান্য কাউন্সিলর ও তৃণমূল নেতাকর্মীরা ।বক্তারা বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নেত্রকোনা সদর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদে তাজ উদ্দিন ফারাস সেন্টু সময়োপযোগী প্রার্থী । তার কর্ম কান্ডে ভূয়সি প্রশংসা করেন তাকে ভোট দিতে ও সহযোগীতা করতে সকল কে আহ্বান জানান ।ছাত্রজীবন থেকেই শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় সেন্টু ফারাসের রাজনৈতিক যাত্রা শুরু হয় নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্র মিলনায়তন সম্পাদক পদে দায়িত্ব পালন করে ।এরপর তিনি দায়িত্ব পালন করেন পৌর ছাত্রদলের সভাপতি, নেত্রকোনা জেলা ছাত্রদলের আহ্বায়ক এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক হিসেবে।বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।সেন্টু ফারাস শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন সংগঠক, সমাজসেবক ও ক্রীড়াবিদ। মদনপুর হযরত শাহ্ সুলতান ডিগ্রি কলেজের সভাপতি এবং নেত্রকোনা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ও নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য। মদনপুর হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাহ.) মাজার কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্বে পালন করেছেন।একজন ক্রীড়ামোদী নেতা হিসেবে তার পরিচিতি আলাদা। ফুটবল ও টেনিস খেলায় পারদর্শী এই নেতার টেনিস খেলার দক্ষতা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে জেলা পর্যায় থেকে দেশ জুড়ে ।তাজ উদ্দিন ফারাস সেন্টু একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ব্যবসায়ী। তবে তিনি তার অর্থ-সামর্থ্যকে ব্যবহার করেন দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়াতে।বিএনপির কঠিন সময়ে তিনি আর্থিক সহায়তা ও প্রাত্যহিক উপস্থিতি দিয়ে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।তৃণমূল নেতাকর্মী ও কাউন্সিলরদের বিশ্বাস, তাজ উদ্দিন ফারাস সেন্টু এমন একজন নেতা যাকে যেকোনো সময় পাশে পাওয়া যায়। তার মানবিক গুণাবলি, দক্ষ সংগঠকসত্তা ও উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি আগামীদিনে বিএনপির রাজনীতিকে নেত্রকোনায় আরও সুসংগঠিত করবে।তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী, আগামী সাধারণ সম্পাদক পদে তার নেতৃত্ব নির্বাচনে নতুন গতি ও দৃঢ়তা আনবে এমনটাই মনে করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।