রংপুরের বদরগঞ্জ রেল স্টেশন এলাকায় মাদকের আস্থানায় অভিযান পরিচালনা করেছেন সেনাবাহিনীর।আজ ৮ ই আগস্ট শুক্রবার দুপুরের দিকে মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। স্থানীয় সূত্রে জানা যায় বাবুল ভৌমিক(৫৬) ও দুলালী বেগম(৫৫) দীর্ঘ ৮ থেকে ১০ বছর যাবত বদরগঞ্জ রেল স্টেশন এলাকায় মদের উৎপাদন ও বিপনন করে আসছে। ফলে বদরগঞ্জ ও আশেপাশের এলাকার যুবক সমাজ কে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে বদরগঞ্জ উপজেলা প্রশাসন ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও বদরগঞ্জ থানা পুলিশ ।রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (৩৪ ইবি) দায়িত্বপূর্ণ এলাকা তারাগঞ্জ ক্যাম্প থেকে লে. নাজমুল হোসেন মানিক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বেলা ৩ টার দিকে অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী বাবুল ভৌমিক(৫৬), ও তার সহযোগী দুলালী বেগম(৫৫) কে আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনার পর তাদের বাড়ি থেকে ৩১ বোতল মদ ও ১০ লিটার খোলা মদ এবং মদ বিক্রির নগদ ৯৭৮৫ টাকা উদ্ধার করা হয়।পরবর্তীতে আটক ২ জন মাদক ব্যবসায়ী সাথে জব্দকৃত মদ ও নগদ টাকা বিকাল ৪ টায় বদরগঞ্জ থানার ওসির নিকট সোপর্দ করা হয়।এ বিষয়ে সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার নাজমুল হোসেন মানিক বলেন, মাদক কারবারিরা নিশ্চয়ই রাজনৈতিক-অর্থনৈতিক দুর্বৃত্তদের চেয়ে শক্তিশালী নয়। তাদের শক্তিশালী ও ভয় করার কোনো কারণ নেই। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় মাঠে রাখার সিদ্ধান্ত দেশের সামগ্রিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী পদক্ষেপ। তাদের সুবাদে কেবল আইন-শৃঙ্খলা আয়ত্তে থাকছে না, দানবীয় মব সন্ত্রাস দমনে কিছু পদক্ষেপে সেনাবাহিনীর প্রতি সব পর্যায়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এসেছে। এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান বলেন, মাদক কারবারিরা কেবল দেশের নয়, মনুষত্বেরও শক্র। এরা বিকৃত-ধিকৃত। ন্যূনতম মানবিকতাসম্পন্ন মানুষও মাদককে ঘৃণা করে। সরকারেরও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। শুধু শহর নয়, এখন গ্রামেও মাদকের ব্যাপক বিস্তার। মাদর এই থাবায় গ্রামের গরিব ঘরের সন্তানরাও হাত বাড়াচ্ছে মাদকের দিকে। বাড়ছে কাস্টমার। খুলছে মাদকের নতুন নতুন হাটবাজার। হাত বাড়ালেই মিলছে নেশার নানা দ্রব্য। পরিণতিতে ধ্বংস হচ্ছে মানুষের দেহ-মন, জ্ঞান-বিবেক, জীবনের সঙ্গে জড়িয়ে থাকা স্বজনদের স্বপ্ন। তাই পুলিশ প্রশাসন সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার আছে।